রাশিয়ার বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালাচ্ছে ব্রিটেন: মেদভেদেভ
https://parstoday.ir/bn/news/world-i123850-রাশিয়ার_বিরুদ্ধে_অঘোষিত_যুদ্ধ’_চালাচ্ছে_ব্রিটেন_মেদভেদেভ
ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। লন্ডন মস্কোর ওপর ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পক্ষে কথা বলার একদিন পর এক টুইটার বার্তায় এ অভিযোগ করলেন মেদভেদেভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০১, ২০২৩ ০৯:১৭ Asia/Dhaka
  • সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ
    সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। লন্ডন মস্কোর ওপর ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পক্ষে কথা বলার একদিন পর এক টুইটার বার্তায় এ অভিযোগ করলেন মেদভেদেভ।

বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেনকে সমরাস্ত্র ও ট্রেনিং দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। তিনি ব্রিটেনকে মস্কোর ‘চির শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেন।

মেদভেদেভ বলেন, হেগ ও জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একথা বলা চলে যে, ব্রিটেন এখন [রাশিয়ার বিরুদ্ধে] যুদ্ধে লিপ্ত রয়েছে।

মেদভেদেভের এ বক্তব্যের একদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছিলেন, নিজ সীমান্তের বাইরে সামরিক শক্তি প্রয়োগ করার অধিকার ইউক্রেনের রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর অভিজাত আবাসিক এলাকায় বড় ধরনের ড্রোন হামলার পর ক্লেভারলি ওই মন্তব্য করেছিলেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১