এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে ইউক্রেন পরমাণু সক্ষম হয়ে উঠবে 
https://parstoday.ir/bn/news/world-i124100-এফ_১৬_যুদ্ধবিমান_সরবরাহ_করলে_ইউক্রেন_পরমাণু_সক্ষম_হয়ে_উঠবে
এর আগেও মস্কো ইউক্রেনকে আমেরিকার অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ার করেছে। এর পাশাপাশি রাশিয়া বলছে, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৩ ০৮:৪০ Asia/Dhaka
  • এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে ইউক্রেন পরমাণু সক্ষম হয়ে উঠবে 

এর আগেও মস্কো ইউক্রেনকে আমেরিকার অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ার করেছে। এর পাশাপাশি রাশিয়া বলছে, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে।

এরইমধ্যে আমেরিকার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ ইউক্রেনের পাইলটদেরকে এফ-১৬ বিমান চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এরমধ্যে পোল্যান্ড অন্যতম প্রধান দেশ এবং তারা ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক।এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করা প্রসঙ্গে ল্যাভরভ আরো বলেন, মস্কো যখনই জানতে পেরেছে কিয়েভকে এই বিমান সরবরাহ করা হচ্ছে, তখনই বুঝতে পেরেছে যে, এই বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই বাস্তবতা যদি পশ্চিমারা না বোঝে তাহলে তাদের সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাবিদরা মূল্যহীন।

তাজিকিস্তানের রাজধানী দুশানবের একটি সামরিক ঘাঁটিতে ল্যাভরভ গতকাল (মঙ্গলবার) আরো বলেন, পশ্চিমারা প্রথমে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে, তারপর ট্যাংক দিয়েছে এবং এখন তারা এফ-১৬ জঙ্গিবিমান দিতে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।