ডলার থেকে সরে যাচ্ছে আরো দেশ
নিজস্ব মুদ্রায় ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে লেনদেন করবে মিশর
আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ মিশর ব্রিকস ভুক্ত দেশ চীন, ভারত ও রাশিয়ার সঙ্গে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করবে। মিশরের সাপ্লাই মিনিস্টার আলী মোসেলহির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেন, ভারত, রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে মিশর। ভারত, রাশিয়া এবং চীন হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন প্রভাবশালী সদস্য রাষ্ট্র। অন্য দুটি প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
আলী মোসেলহি বলেন, এখনো কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি তবে ব্রিক্সের তিনটি দেশের সঙ্গে আমদানি ব্যয় মেটানোর পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
ব্রিক্সভুক্ত পাঁচটি দেশে রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ এবং বিশ্ব অর্থনীতির তিন ভাগের এক ভাগ।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।