জুন ১৩, ২০২৩ ১৬:২৩ Asia/Dhaka
  • ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়া শুরু করলো ন্যাটো, কিছুই জানে না ইতালি

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু হয়েছে। ইতালির সীমান্তের কাছে এই মহড়া শুরু হলেও দেশটিকে পুরোপুরি অন্ধকারে রেখেই চলছে এই বিশাল সামরিক কর্মযজ্ঞ।

জার্মানির আকাশে ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামের ওই মহড়ায় যোগ দিয়েছে ২৫টি ন্যাটোভুক্ত দেশ। এছাড়া, রয়েছে সুইডেন ও জাপানের মতো সহযোগী দেশও। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা বিরাজ করছে।

এখন আবার এই মহড়ার কারণে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দূরত্ব আরও বাড়তে যাচ্ছে।

চলমান এই মহড়াকে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শনী হিসেবে প্রচার করছে ন্যাটো। গতকাল সোমবার শুরু হওয়া ওই মহড়ায় ২৫০টিরও বেশি সামরিক বিমান অংশ নেয়। মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানসহ ১০০টি বিমান যোগ দিয়েছে মহড়ায়। ন্যাটোর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হচ্ছে এফ-৩৫। এছাড়া মহড়ায় ন্যাটো দেশগুলোর ১০ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে।

এই মহড়ার নেতৃত্বে রয়েছে জার্মানির বিমান বাহিনী। মহড়াটি চলবে ২৩শে জুন পর্যন্ত।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ