জুন ১৬, ২০২৩ ১৫:৩৬ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইচ্ছাকৃতভাবে পার্লামেন্টকে ভুল তথ্য দিয়েছিলেন বলে রায় দিয়েছে দেশটির পার্লামেন্টারি কমিটি। ২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপের সময় লকডাউনের বিধিনিষেধ ভেঙে জনসন ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত শেষে ব্রিটিশ পার্লামেন্টারি কমিটি গতকাল (বৃহস্পতিবার) রায় দিয়েছে।

ওই কমিটি বলেছে যে, জনসন গত সপ্তাহে পার্লামেন্ট থেকে পদত্যাগ না করলে সংসদকে বারবার অবমাননা করার জন্য তাকে ৯০ দিনের জন্য এমপি পদ থেকে বরখাস্ত করা হতো।  বরিস জনসন এই রায়কে একটি ‘দীর্ঘায়িত রাজনৈতিক গুপ্তহত্যা’ বলে অভিহিত করেছেন।

২০২০ সালে করোনা মহামারির সময় ‍ব্রিটেনজুড়ে লকডাউন জারি ছিল। ওই সময় দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার প্রভৃতি বন্ধ রাখাসহ সামাজিক মেলামেশায় কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। লকডাউনের বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্কবার্তাও দেয়া হয়েছিল এ সম্পর্কিত সরকারি আদেশে।

কিন্তু ২০২১ সালের শেষের দিকে অভিযোগ ওঠে, লকডাউনের ওই সময়ে লন্ডনে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জনসন একাধিকবার নিজের বন্ধু ও শুভানুধ্যায়ীসহ অ্যালকোহল পার্টি উদযাপন করেছেন। পুলিশি তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ার পর এটি ‘পার্টি গেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পায়। ওই কেলেঙ্কারির জেরে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ৫৮ বছর বয়সী বরিস জনসন।#

পার্সটুডে/এমএমআই/‌এমএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ