আগস্টে নেয়া হতে পারে বেশ কয়েকটি দেশকে
২০টি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে: রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী
উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত জোট ব্রিকসের সদস্যপদ লাভের জন্য প্রায় ২০টি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ খবর জানিয়ে বলেছেন, ব্রিকসে যোগ দিতে আগ্রহী দেশগুলোর সংখ্যা ক্রমেই বাড়ছে।
ব্রিকস হচ্ছে উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার আগে এই সংস্থাটি ব্রিক নামে পরিচিত ছিল।
মূলত উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত এই দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ ঊর্ধ্বমুখী। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর এসব দেশের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাই এই জোটকে বেশ প্রভাবশালী বলে মনে করেন অর্থনীতিবিদরা।
যেসব দেশ ব্রিকসে যোগ দিতে চায় সেসব দেশের নাম উল্লেখ না করে রিয়াবকভ বলেন, এসব দেশের সংখ্যা ২০ এর কাছাকাছি। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়, আন্তর্জাতিক অঙ্গনে ব্রিকস এরইমধ্যে প্রভাবশালী ভূমিকা পালন করতে শুরু করেছে। আগামী আগস্ট মাসে ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস এমন একটি জোট যেখানে ‘নেতা-কর্মী নীতি’ মেনে চলা হয় না বরং সবার সম্মতিতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরো জানান, ব্রিকসে যোগ দেয়ার জন্য কিছু নিয়ম-নীতি তৈরির কাজ চলছে এবং দক্ষিণ আফ্রিকাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। রিয়াবকভ জানান, ২০১০ সালে ব্রিকসে দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তি ছিল একটি ‘সফল অভিজ্ঞতা।’
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী না জানালেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সিরিয়া, ইন্দোনেশিয়া ও মিশরসহ আরো কিছু দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সম্প্রতি জেনেভায় বলেছেন, ব্রিকসে তার দেশের যোগদানের সম্ভাবনা বেড়ে গেছে।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।