জুন ১৭, ২০২৩ ১৪:৫৭ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের পরমাণু অস্ত্রের প্রথম চালান বেলারুশে পৌঁছেছে। তিনি আরো বলেছেন, রাশিয়ার ভূমি কিংবা রুশ জাতি হুমকির মুখে পড়লেই কেবল এই অস্ত্র ব্যবহার করা হবে।

মার্কিন সরকার অবশ্য বলেছে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিয়েভের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে- এমন কোনো লক্ষণ দেখা যায়নি।

বেলারুশ রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং চলমান ইউক্রেন যুদ্ধে পর্দার অন্তরালে থেকে মস্কোকে সহযোগিতা করছে মিনস্ক।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বেলারুশে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ চলতি গ্রীষ্মের শেষ নাগাদ সমাপ্ত হবে। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় পুতিন আরো বলেন, যারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার স্বপ্ন দেখে তাদেরকে প্রতিহত করার জন্য বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। 

রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “কেন বিশ্বের সবগুলো দেশকে হুমকি দেব? আমি এর আগেও বলেছি, পরমাণু অস্ত্র শুধু তখনই ব্যবহার করা হবে যখন মস্কো স্বার্থ হুমকিগ্রস্ত হবে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ