ট্যাংক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i124548-ট্যাংক_উৎপাদন_বাড়ানোর_নির্দেশ_দিলেন_রাশিয়ার_প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাংক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবার্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka
  • রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাংক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবার্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, অস্ত্র উৎপাদনের কারখানাটি পরিদর্শনের সময় সের্গেই শোইগু বলেন, রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সময় মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো রকমের শিথিলতা দেখানো চলবে না।

সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেক গুণ বাড়িয়েছে। এছাড়া, অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নও ঘটানো হয়েছে।কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেসব অস্ত্র এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে।

এ সময়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয় যা রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেয়ার জন্য আরও বিপুল পরিমাণ মজুদ করা অস্ত্র সের্গেই শোইগুকে দেখানো হয়।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।