চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বললেন বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i124678-চীনের_প্রেসিডেন্ট_শি_জিনপিংকে_স্বৈরশাসক_বললেন_বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চী নের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফর শেষ করার একদিন পর জো বাইডেন চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক বললেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চী নের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফর শেষ করার একদিন পর জো বাইডেন চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক বললেন।

গতকাল (মঙ্গলবার) ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী তহবিল সংগ্রহ উপলক্ষে একটি আলোচনা সভায় প্রেসিডেন্ট বাইডেন চীনের প্রেসিডেন্ট সম্পর্কে এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, কিছুদিন আগে চীনের বেলুন আমেরিকায় পাঠানোর ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং অপমানিত হয়েছেন।

তিনি বলেন, “আমি ওই বেলুন গুলি করে ভূপতিত করার পর চীনের প্রেসিডেন্ট হতাশ হয়েছেন কিন্তু এই স্বৈরশাসক কি জানতেন না যে, তাতে দুই গাড়িভর্তি গোয়েন্দাবৃত্তির যন্ত্রপাতি ছিল? এই বেলুন ভূপাতিত করার ঘটনা চীনা স্বৈরশাসকের জন্য বড় রকমের বিব্রতকর ছিল। তবে, বেলুনটিকে অবশ্যই আমেরিকার আকাশে পাঠানো হয়েছিল।”

চীনা বেলুনটি গত ফেব্রুয়ারি মাসে মার্কিন আকাশে ঢুকে পড়ে এবং বেশ কিছু দিন পর আমেরিকার একটি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করা হয়। যদিও ওয়াশিংটন বারবার ওই বেলুনটিকে "গুপ্তচর বেলুন" বলে বর্ণনা করেছে তবে বেইজিং সবসময় বলে আসছে যে, এটি একটি বেসামরিক এয়ারশিপ ছিল যা আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ব্যবহৃত হয়েছিল। চীন আরো দাবি করছে- বেলুনটি ভুলবশত আমেরিকার আকাশে ঢুকে পড়ে।# 

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।