যৌথভাবে সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক ও পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i124808-যৌথভাবে_সর্বাধুনিক_জঙ্গিবিমান_তৈরি_করছে_তুরস্ক_ও_পাকিস্তান
যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০২৩ ১৯:২১ Asia/Dhaka
  • যৌথভাবে সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক ও পাকিস্তান

যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, জঙ্গিবিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।

পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গিবিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে।#

পার্সটুডে/এসএ/‌২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।