পিয়ংইয়ংয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল: যুক্তরাষ্ট্রকে ধ্বংসের লক্ষ্যে যুদ্ধের আহ্বান
(last modified Mon, 26 Jun 2023 10:13:54 GMT )
জুন ২৬, ২০২৩ ১৬:১৩ Asia/Dhaka
  • পিয়ংইয়ংয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল: যুক্তরাষ্ট্রকে ধ্বংসের লক্ষ্যে যুদ্ধের আহ্বান

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মার্কিন বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে ‘প্রতিশোধ গ্রহণকারী যুদ্ধ’ শুরু করার আহ্বান জানিয়েছেন।

কোরীয় যুদ্ধ শুরুর ৭৩তম বার্ষিকী উপলক্ষে আজ (সোমবার) এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভে প্রায় ১২০,০০০ ছাত্র ও শ্রমিক অংশগ্রহণ করেন। গোটা পিয়ংইয়ং জুড়ে এ বিক্ষোভ হয়েছে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

এটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল স্টেডিয়াম ভর্তি মানুষ মুহুর্মুহু মার্কিন বিরোধী স্লোগান দিচ্ছে। এ সময় তাদের হাতে যেসব প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘আমেরিকার গোটা মূল ভূখণ্ড আমাদের পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।” “সাম্রাজ্যবাদী আমেরিকা সব অশান্তির মূল কারণ।”

উত্তর কোরিয়া অচিরেই মহাকাশে তার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে পারে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক জল্পনা চলছে তখন পিয়ংইয়ংয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। গত ৩১ মে মহাশূন্যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয় উত্তর কোরিয়া। বিশ্বব্যাপী মার্কিন সামরিক তৎপরতার ওপর নজরদারি করার জন্য এই গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চায় উত্তর কোরিয়া।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৬