৩ নৌকায় করে সেনেগাল ত্যাগ করা ৩০০ অভিবাসী নিখোঁজ
(last modified Mon, 10 Jul 2023 07:20:42 GMT )
জুলাই ১০, ২০২৩ ১৩:২০ Asia/Dhaka
  • ৩ নৌকায় করে সেনেগাল ত্যাগ করা ৩০০ অভিবাসী নিখোঁজ

তিনটি নৌকায় করে সেনেগাল থেকে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া অন্তত ৩০০ অভিবাসী নিখোঁজ হয়ে গেছে। ওয়াকিং বর্ডার্স নামের একটি অভিবাসী সহায়তা গ্রুপ আজ এ তথ্য জানিয়েছে।

ওয়াকিং বর্ডার্সের কর্মকর্তা হেলেনা ম্যালেনো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, একটি নৌকায় ৬৫ জন এবং অপর নৌকায় করে ৫০ থেকে ৬০ জন অভিবাসী প্রায় ১৫ দিন আগে সেনেগাল ত্যাগ করলেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া, প্রায় ২০০ যাত্রী নিয়ে গত ২৭ জুন সেনেগাল ত্যাগ করা তৃতীয় নৌকাটিও নিখোঁজ রয়েছে।

ম্যালেনো জানান, এসব অভিবাসীর পরিবারের সদস্যরা সেনেগাল ত্যাগ করার পর থেকে আর তাদের আপনজনের খবর জানেন না। দক্ষিণ সেনেগালের কাফুনটিন শহর থেকেই তিনটি নৌকার সবগুলো ছেড়ে গেছে। কানারি দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ টেনেরিফ থেকে কাফুনটিনের দূরত্ব প্রায় ১,৭০০ কিলোমিটার।

ম্যালেনো জানান, সেনেগালের অস্থিতিশীলতার জন্য জীবিকার সন্ধানে এসব মানুষ কানারির উদ্দেশ্যে বিপজ্জনক পথের অভিযাত্রী হয়েছিলেন।

স্পেনে যাওয়ার জন্য প্রতি বছর কানারি দ্বীপপুঞ্জ লক্ষ্য করে হাজার হাজার অভিবাসী আফ্রিকা ত্যাগ করেন। অবশ্য অল্প কিছু মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সরাসরি স্পেনে পৌঁছারও চেষ্টা করেন।

২০২২ সালে কানারি দ্বীপপুঞ্জে যেতে দিয়ে ২২ শিশুসহ ৫৫৯ অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন বলে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০