কুরআন অবমাননা বন্ধ করতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান
https://parstoday.ir/bn/news/world-i125810-কুরআন_অবমাননা_বন্ধ_করতে_জাতিসংঘ_মহাসচিবকে_চিঠি_দিল_ইরান
পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka
  • কুরআন অবমাননা বন্ধ করতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান

পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান।

বৃহস্পতিবার সালওয়ান মোমিক নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্ব মুসলিমের অনুভূতিতে প্রচণ্ড আঘাত লেগেছে। শুধু মুসলমান নয় সেইসঙ্গে প্রতিটি ঐশী ধর্মের অনুসারীরা এই পবিত্র ঈশী গ্রন্থের অবমাননায় কষ্ট পেয়েছেন।

আমির-আব্দুল্লাহিয়ানের চিঠিতে আরো বলা হয়, সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের এই অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়, কথিত বাক স্বাধীনতার অজুহাতে এ ধরনের অবমাননাকর কর্ম চলতে থাকলে তা মুসলিম বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে এবং তার ফল কারো জন্যই ভালো হবে না। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।