জাপান সাগরে যৌথ মহড়া চালালো রাশিয়া ও চীন
(last modified Mon, 24 Jul 2023 11:23:35 GMT )
জুলাই ২৪, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • জাপান সাগরে যৌথ মহড়া চালালো রাশিয়া ও চীন

জাপান সাগরে চলতি সপ্তাহে রাশিয়া এবং চীন বিশাল আকারের নৌ মহড়া চালিয়েছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর গতকাল (রোববার) এক বিবৃতিতে এই মহড়ার কথা ঘোষণা করেছে।

তিন দিনব্যাপী নৌ মহড়ায় নানা ধরনের অনুশীলন ও প্রশিক্ষণ চালানো হয়। এর মধ্যে ছিল যৌথ গোলাবর্ষণ, নৌ যুদ্ধ এবং বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণ। মহড়ায় অংশ নিয়েছে এক ডজন সামরিক জাহাজ এবং ৩০টি বিমান।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর তাদের বিবৃতিতে বলেছে, দি নর্থ অপারেশন-২০২৩ নামের মহড়ায় রাশিয়ার দুটি ফ্রিগেট এবং চীনের দুটি ডেস্ট্রয়ার অংশ নেয়। এর পাশাপাশি রাশিয়া ও চীন দুদেশের পক্ষ থেকে দুটি করে চারটি করভেট এবং চীনের কয়েকটি গার্ডশিপ ও কয়েকটি সাপোর্ট ভেসেল এ মহড়ায় অংশ নেয়।

যে সমস্ত বিমান অংশ নিয়েছে তার মধ্যে রয়েছে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং নৌ বাহিনীর ব্যবহার করা অন্য কয়েকটি বিমান। মহড়া চলাকালে দুই দেশের নৌ সেনারা প্রায় ২০টি অনুশীলন চালিয়েছে।রুশ নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে- দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ