জুলাই ২৪, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • ইউক্রেনকে মাইনমুক্ত করতে ৭৫৭ বছর লাগবে

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেন বিশ্বের সবচেয়ে মাইনযুক্ত দেশে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে দেশটিকে মুক্ত করতে হলে ৭৫৭ বছর সময় লাগবে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। 

আমেরিকার সরকার এবং বিভিন্ন বেসরকারি মানবিক মাইন ক্লিয়ারেন্স গ্রুপের তথ্য উদ্ধৃত করে পত্রিকাটি একথা বলেছে। পত্রিকাটি জানিয়েছে, ইউক্রেনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ভারী যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটিকে মাইনমুক্ত করতে হলে গভীরভাবে চিরুণি অভিযান চালাতে হবে। 
ওয়াশিংটন পোস্ট বলছে, ইউক্রেনের ৬৭ হাজার বর্গমাইল এলাকা মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদে ঢেকে রয়েছে। এই বিশাল এলাকা আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য কিংবা দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের সমান। 
ইউক্রেনে বিপুল সংখ্যক মাইনের এই অবস্থাকে গত ৩০ বছরের মধ্যে নজিরবিহীন বলে অভিহিত করেছেন ব্রিটিশ এনজিও মাইন্স অ্যাডভাইজরি গ্রুপের প্রোগ্রাম্‌স ডিরেক্টর গ্রেগ ক্রোথার। তিনি বলেন, বিশ্বের আর কোথাও এই অবস্থা নেই।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ