উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i126062-উত্তর_কোরিয়ার_বিজয়_দিবসের_অনুষ্ঠানে_যোগ_দিচ্ছেন_রাশিয়ার_প্রতিরক্ষামন্ত্রী
উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া ও চীন থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল পিয়ংইয়ং-এ পৌঁছেছে। সফরে রাশিয়ার প্রতিনিধিলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরাক্ষামন্ত্রী সের্গেই শুইগো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৩ ১৫:৩৮ Asia/Dhaka
  • শুইগো (ডানে)
    শুইগো (ডানে)

উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া ও চীন থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধিদল পিয়ংইয়ং-এ পৌঁছেছে। সফরে রাশিয়ার প্রতিনিধিলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরাক্ষামন্ত্রী সের্গেই শুইগো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এ খবর জানিয়ে বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা শক্তিশালী করা এবং অন্যান্য খাতে সহযোগিতার বিস্তার ঘটানো হবে এ সফরের লক্ষ্য।

এদিকে পিয়ংইয়ং সফররত চীনা শক্তিশালী সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি  হংঝং।

এমন সময় চীন ও রাশিয়ার প্রতিনিধিদলকে নিয়ে উত্তর কোরিয়ার বিজয় দিবস উদযাপিত হচ্ছে যখন কোরীয় উপত্যকায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক মহড়া ও তার জবাবে পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ওই উপত্যকা তীব্র উত্তেজনাকর হয়ে রয়েছে।

বিজয় দিবস উপলক্ষে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ একটি বিশাল সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে যেখানে দেশটির নেতা কিম জং-উন উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।