জুলাই ২৭, ২০২৩ ১৯:৫১ Asia/Dhaka
  • কৃষ্ণ সাগর
    কৃষ্ণ সাগর

কৃষ্ণ সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে মস্কো।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের একটি বিশেষ ইউনিট কৃষ্ণ সাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে হামলা চালানোর পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে। রাশিয়ার জাহাজে যেসব ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অত্যন্ত উন্নতমানের এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

হামলার জন্য ইউক্রেন যে ব্যক্তিকে পাঠিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে দু'টি বোমা উদ্ধার করা হয়েছে।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করলেও রাশিয়ার বিরুদ্ধে দেশটির বিজয়ের সম্ভাবনা নেই বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।#      

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ