জুলাই ২৯, ২০২৩ ১১:৪৬ Asia/Dhaka
  • চীনের সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চান কিম জং-উন

চীনের সঙ্গে নিজ দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পিয়ংইয়ং সফররত চীনের একটি শক্তিশালী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝং-এর নেতৃত্বে দেশটির এই শক্তিশালী প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করছে। কোরীয় যুদ্ধ শেষ হওয়ার এবং উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রতিনিধিদলটি পিয়ংইয়ং সফরে গেছে।  ২০১৯ সালের শেষ দিকে কোভিড-১৯ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো চীনা প্রতিনিধিদল পিয়ংইয়ং সফরে গেল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা- কেসিএনএ জানিয়েছে, “শুক্রবারের আলোচনায় দুই দেশের সরকার তাদের নিজস্ব উদ্যোগে জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে এবং বন্ধুত্ব ও সহানুভূতিপূর্ণ সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে যার যার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।”

এর একদিন আগে চীনা ও রুশ কর্মকর্তারা পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে রাশিয়ার প্রতিনিধিলের নেতৃত্ব দেন।

কিম জং-উন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে তার দেশের সমরাস্ত্র ভাণ্ডার পরিদর্শন করেন। এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রীকে আন্তঃমহাদেশীয় হুয়াসং ক্ষেপণাস্ত্র দেখতে নিয়ে যান উত্তর কোরিয়ার নেতা। গত এপ্রিলে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৯

ট্যাগ