ইরাকের কারবালা শহরের টেক্সটাইল গুদামে আগুন, নিহত ৪
https://parstoday.ir/bn/news/world-i126148-ইরাকের_কারবালা_শহরের_টেক্সটাইল_গুদামে_আগুন_নিহত_৪
ইরাকের কারবালা শহরের একটি টেক্সটাইল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার জন নিহত হয়েছে। গুদামটিতে আগুন লেগে যাওয়ার পর সেখানে একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ১৪:১২ Asia/Dhaka
  • ইরাকের কারবালা শহরের টেক্সটাইল গুদামে আগুন, নিহত ৪

ইরাকের কারবালা শহরের একটি টেক্সটাইল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার জন নিহত হয়েছে। গুদামটিতে আগুন লেগে যাওয়ার পর সেখানে একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।

ইরাকের কারবালা শহরে অবস্থিত ইমাম হোসাইন আলাইহিস সালাম এর মাজারে যাওয়ার রোডে অবস্থিত এই টেক্সটাইল গুদামটি।

কারবালার গভর্নরের কার্যালয়ে থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যদেরকে তাদের আন্তরিক প্রচেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।" ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতার কথা উড়িয়ে দিয়েছে।

এদিকে, জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, খুবই স্বল্প সময়ের ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে সক্ষম হয়। এটি আগুন নেভানোর ক্ষেত্রে একটি রেকর্ড। বিপুল সংখ্যক মাজার জিয়ারতকারীর চলাচলের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হওয়ার পরও এটি সম্ভব হয়েছে। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শামমারি আশুরার শোক অনুষ্ঠানে নিজে কারবালা শহরে উপস্থিত ছিলেন এবং তিনি বিষয়টি দেখভাল করেন।

প্রতিবছর আশুরার শোকানুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কারবালা শহরে উপস্থিত হন।#

পার্সটুডে/এসআইবি/২৯