যুদ্ধের চিন্তা বন্ধ করুন, ব্রাজিলে অর্থ বিনিয়োগ করুন
(last modified Sun, 13 Aug 2023 07:12:30 GMT )
আগস্ট ১৩, ২০২৩ ১৩:১২ Asia/Dhaka
  • যুদ্ধের চিন্তা বন্ধ করুন, ব্রাজিলে অর্থ বিনিয়োগ করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার একটি নতুন পরিকল্পনা প্রকাশ করে বলেছেন, তিনি যুদ্ধবিরোধী প্রচারণা শুরু করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধের পরিবর্তে তোর দেশে বিনিয়োগ করার আহ্বান জানাবেন। তিনি বলেন, তিনি শিগগিরি তার দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য প্রচারণা শুরু করবেন।

রাজধানী রিওডি জেনিরোতে তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বরাদ্দ কর্মসূচির প্রতি সমর্থনমূলক এক সমাবেশে প্রেসিডেন্ট লুলা বলেন, "আমরা মার্কিন প্রেসিডেন্টকে বলতে যাচ্ছি যে, বহু বছর ধরে আমেরিকা শুধু যুদ্ধের কথা চিন্তা করেছে এবং ব্রাজিলে তারা কোনো বিনিয়োগ করে না। এই যুদ্ধের চিন্তা বন্ধ করে এখন তারা সামান্য কিছু অর্থ ব্রাজিলের বিনিয়োগ করুক তাতে আমাদের দেশে শান্তি এবং স্থিতিশীলতা আসবে।"
ব্রাজিলের মন্ত্রী, গভর্নর এবং ব্যবসায়ী নেতাদের উদ্দেশ করে লুলা বলেন, ব্রাজিল যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিতে যাচ্ছে তা বাস্তবায়নের জন্য নেতাদেরকে বিভিন্ন দেশ সফর করতে হবে। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আরো বলেন, তিনি আশা করছেন- আমেরিকা, চীন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে অর্থনৈতিক বিনিয়োগ আনতে সক্ষম হবেন যা তার এই উন্নয়ন বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নকে জোরদার করবে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট আশা করছেন, সে সময় তিনি জাতিসংঘের বার্ষিক অধিবেশনের যোগ দেয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে লুলা ডি সিলভা আমেরিকার পক্ষ না নিয়ে বরং নিরপেক্ষ অবস্থানে রয়েছেন এবং তিনি বারবার বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ব এখন ক্লান্ত, এই যুদ্ধ বন্ধ করা উচিত।#
পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ