মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য: তুরস্ককে হুঁশিয়ার করল ওয়াশিংটন
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য করার জন্য তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছে জো বাইডেনের প্রশাসন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওয়াল স্ট্রিটের রিপোর্ট অনুসারে, বাইডেন প্রশাসন ধারণা করছে যে, নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তুরস্ক রাশিয়াকে সাহায্য করছে এবং এর জন্য আঙ্কারা সম্ভবত বেনামী জাহাজে রাশিয়ার তেল পরিবহন করছে।
পত্রিকাটি আরো বলছে, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন যে, তুরস্ক সম্ভবত রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকেও তুর্কি বন্দরে নোঙর করার অনুমতি দিচ্ছেন।
একজন কূটনীতিক ওয়ালিস্ট্রিট জার্নালকে বলেছেন, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।