আগস্ট ১৯, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানল; জরুরি অবস্থা ঘোষণা

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানল অব্যাহত থাকার প্রেক্ষাপটে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলের কারণে পাহাড় জঙ্গল পুড়ে ছাই হচ্ছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়েছে।

গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে জরুরি অবস্থার ঘোষণা দেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী ডেভিড এবি। তার আগের ২৪ ঘন্টা অত্যন্ত দ্রুত গতিতে এই দাবানল ছড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনের ডেভিড এবি বলেন, "আমরা আমাদের প্রদেশের ইতিহাসে এই প্রথম এত ভয়াবহ দাবানলের মুখে পড়েছি।
আমরা এখন সবচেয়ে মারাত্মক দাবানল মোকাবেলা করছি।"
প্রদেশের দাবানল পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।
জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডেভিড এবি বলেন, যেকোনো উপায়ে দাবানল নেভানোর বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।"
প্রদেশে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং আরো ২০ হাজার মানুষকে সরানো হবে বলে বার্তা দেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ