চ্যান্সেলর ওলাফ শোলযের ঘোষণা
জার্মানি কখনো ইউক্রেনের সেনা পাঠাবে না
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, তার দেশ কখনো ইউক্রেনে সেনা পাঠাবে না। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে জার্মানি সরাসরি জড়াবে না তবে ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে।
ইউক্রেনকে জার্মানির তৈরি করা দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা উচিত হবে কিনা এ নিয়ে প্রকাশ্য এক আলোচনায় ওলাফ শোলয সেনা না পাঠানোর ঘোষণা দেন। জার্মানির একটি পত্রিকা এই আলোচনা সভার আয়োজন করে।
সেখানে চ্যান্সেলর শোলযকে সরাসরি জিজ্ঞেস করা হয় যে, ইউক্রেনে জরিমানা সেনা পাঠানোর মতো বিপজ্জনক ঝুঁকি নিতে যাচ্ছে কিনা। জবাবে শোলয পরিষ্কার করে বলেন, ইউক্রেনে জার্মানির কোনো সেনা নেই এবং কোনো সেনা পাঠাবেও না।
তিনি বলেন, জার্মানি সেনা না পাঠালেও অস্ত্র দিয়ে সহযোগিতা অব্যাহত থাকবে। ইউক্রেনকে অস্ত্র দেয়াসহ যাবতীয় সব পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং মিত্রদের সাথে পরামর্শের ভিত্তিতে নেয়া হয়েছে বলে দাবি করেন জার্মান চ্যান্সেলর। শোলয আরো বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সংঘাতকে কেন্দ্র করে ন্যাটো বনাম রাশিয়ার কোন যুদ্ধ শুরু করতে চাইছে না।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।