আগস্ট ২০, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • শাহ মেহমুদ কুরেশি
    শাহ মেহমুদ কুরেশি

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে আটক করা হয়েছে। ইমরান খান কারাগারে যাওয়ার পর তিনি দলটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল (শনিবার) রাজধানী ইসলামাবাদ থেকে কুরেশিকে আটক করা হয় বলে জানিয়েছে পিটিআই। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ’র হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, জাতীয় নির্বাচন পেছানোর যেকোনো অপচেষ্টা হলে তা চ্যালেঞ্জ করে আদালতে যাবে তার দল।

দুই মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কুরেশি। পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি বলেছেন, কী কারণে কুরেশিকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্নীতির মামলায় আদালত তিন বছরের দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। একই সঙ্গে তাকে নির্বাচনেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইমরানের কারাদণ্ড হওয়ার পর দলের হাল ধরেছিলেন কুরেশি।

এদিকে সংবিধান অনুযায়ী, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। এখন এই তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।

তবে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটির সংসদের আসনগুলোর সীমানা নির্ধারণে চার থেকে ছয় মাস সময় লাগতে পারে। তাই সময়মতো নির্বাচন আয়োজন সম্ভব নয়। শাহ মেহমুদ কুরেশি নির্বাচন পিছিয়ে দেয়ার বিষয়টিকে পিটিআই বিরোধী ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ