সঙ্ঘাত শুরুর পর দুর্ভিক্ষে সুদানে প্রায় ৫০০ শিশু মারা গেছে
(last modified Wed, 23 Aug 2023 08:35:12 GMT )
আগস্ট ২৩, ২০২৩ ১৪:৩৫ Asia/Dhaka
  • সঙ্ঘাত শুরুর পর দুর্ভিক্ষে সুদানে প্রায় ৫০০ শিশু মারা গেছে

চার মাস আগে সুদানে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দুর্ভিক্ষে প্রায় ৫০০ শিশু মারা গেছে। ব্রিটেনভিত্তিক এনজিও ‘সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল’ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বিশ্বব্যাপী শিশুদের জীবনমানের উন্নয়নে কাজ করে থাকে। তারা গতকাল যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, সুদানে অন্তত ৪৯৮টি শিশু মারা গেছে এবং দুর্ভিক্ষের কারণে সম্ভবত আরো বেশি শিশু মারা গিয়ে থাকতে পারে।
সেইভ দ্যা চিলড্রেন আরো জানিয়েছে, সংঘাত শুরুর প্রথম ছয় সপ্তাহের মধ্যে রাজধানীর খার্তুমের একটি এতিমখানায় দুই ডজন দুধের শিশুসহ ৫০টি শিশু ক্ষুধা অথবা ক্ষুধা সংশ্লিষ্ট অসুস্থতায় ভুগে মারা গেছে। 
সংস্থাটি জানিয়েছে, দুপক্ষের সংঘাতের কারণে সেইভ দ্যা চিলড্রেনের কর্মীরা বিপদগ্রস্ত শিশুদের সেবা যত্নের জন্য এতিমখানায় প্রবেশ করতে পারেনি। শুধু তাই নয়, সংবাদ শুরুর পর থেকে এ পর্যন্ত ব্রিটেনভিত্তিক এই সংস্থা তাদের ৫৭টি পুষ্টিকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে সুদানজুড়ে এখনো সেইভ দ্যা চিলড্রেনের ১০৮টি পুষ্টিকেন্দ্র চালু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সেইভ দ্যা চিল্ড্রেনের কান্ট্রি ডিরেক্টর আরিফ নূর বলেন, "এভাবে শিশুরা না খেয়ে মারা যাবে তা আমরা কখনো ভাবি নি, কিন্তু সুদানে এটাই এখন বাস্তবতা।"#
পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ