ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন শি ও মোদি
https://parstoday.ir/bn/news/world-i127250-ইরানি_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠক_করলেন_শি_ও_মোদি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের সঙ্গে বৈঠক হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৪, ২০২৩ ১৯:০৭ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন শি ও মোদি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের সঙ্গে বৈঠক হয়।

চীনা ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন রায়িসি। ব্রিকস জোটের দুই প্রভাবশালী সদস্য চীন ও ভারত। দুই দেশের নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট।

Image Caption

 

এছাড়া ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হলো। ইরানের পাশাপাশি সৌদি আরবও এই জোটের নতুন সদস্য হয়েছে। সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি গতকাল সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা সফরে যান। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার করাও তার এই সফরের উদ্দেশ্য। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফর করছেন রায়িসি। ইরান বিশ্বের অন্যান্য অঞ্চলের পাশাপাশি আফ্রিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।#  

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।