রুশ ড্রোন রোমানিয়ায় আঘাত হেনেছে: দাবি কিয়েভের, রোমানিয়ার অস্বীকার
https://parstoday.ir/bn/news/world-i127732-রুশ_ড্রোন_রোমানিয়ায়_আঘাত_হেনেছে_দাবি_কিয়েভের_রোমানিয়ার_অস্বীকার
ইউক্রেনের একটি বন্দরে রাশিয়ার নিক্ষিপ্ত ড্রোন প্রতিবেশী দেশ রোমানিয়ায় আঘাত হেনেছে বলে দাবি করেছে কিয়েভ। তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া সরকার দেশটিতে কোনোরকম হামলা হওয়ার কথা অস্বীকার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১০:১৭ Asia/Dhaka
  • রুশ ড্রোন রোমানিয়ায় আঘাত হেনেছে: দাবি কিয়েভের, রোমানিয়ার অস্বীকার

ইউক্রেনের একটি বন্দরে রাশিয়ার নিক্ষিপ্ত ড্রোন প্রতিবেশী দেশ রোমানিয়ায় আঘাত হেনেছে বলে দাবি করেছে কিয়েভ। তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া সরকার দেশটিতে কোনোরকম হামলা হওয়ার কথা অস্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, ইউক্রেনের দাবি বা রোমানিয়ার অস্বীকারের ঘটনা নিরপেক্ষভাবে বার্তা সংস্থাটি যাচাই করতে পারেনি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে নিজের বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে রাশিয়া। গত জুলাই মাস থেকে ইউক্রেনের দানিউব নদীর তীরে অবস্থিত বন্দরগুলোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো তার দেশের বর্ডার গার্ড সার্ভিসের বরাত দিয়ে দাবি করেছেন, রোববার রাতে ইউক্রেনের দানিউব তীরবর্তী ইজমাইল বন্দরে রাশিয়ার নিক্ষিপ্ত ড্রোন ছিটকে গিয়ে রোমানিয়ার অভ্যন্তরে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তিনি বলেন, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুধু ইউক্রেনের জন্য নয় সেইসঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোসহ প্রতিবেশী সকল দেশকে হুমকিগ্রস্ত করছে।

রোমানিয়ায় কোনো গোলা আঘাত করেনি: প্রতিরক্ষা মন্ত্রণালয়

তবে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর ভাষায় এ খবরের সতত্য অস্বীকার করেছে যে, রাশিয়ার কোনো ড্রোন রোমানিয়ার ভূমিতে আঘাত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রাশিয়ার কোনো হামলা কখনোই রোমানিয়ার ভূমি বা পানিসীমায় আঘাত করেনি।” #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।