মস্কোয় হামলা চালাতে আসা ৩ ড্রোন ভূপাতিত; ৫০ ফ্লাইট বাতিল
(last modified Wed, 06 Sep 2023 08:42:46 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • মস্কোয় হামলা চালাতে আসা ৩ ড্রোন ভূপাতিত; ৫০ ফ্লাইট বাতিল

রাশিয়া বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কো অভিমুখে ইউক্রেনের পাঠানো অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর সীমান্তবর্তী কালুগা ও তিভার অঞ্চলের আকাশে দু’টি ড্রোন ভূপাতিত করেছে; আর অপর ড্রোনটি বিধ্বস্ত হয়েছে মস্কো অঞ্চলের ইস্ত্রা এলাকায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ড্রোনগুলো মস্কোয় হামলা চালাতে পাঠানো হয়েছিল।তিনি আরো জানান, ইস্ত্রা এলাকায় বিধ্বস্ত ড্রোনের আঘাতে একটি ভোক্তা সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাকি দু’টি ড্রোন ভূপাতিত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের পাঠানো ড্রোনগুলোর কারণে মস্কো ও এর আশপাশের চারটি বড় বিমানবন্দরের প্রায় ৫০টি ফ্লাইট বাতিল করা হয়।এর আগে গতকাল (মঙ্গলবার) সকালে ক্রিমিয়া প্রজাতন্ত্রের আকাশেও ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করা হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যেসব হামলা চালাচ্ছে তার বেশিরভাগই পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র দিয়ে চালানো হচ্ছে। তবে যুদ্ধ শুরুর সময় থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়ে বলে আসছেন যে, নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য মস্কো যেকোনো ধরনের অস্ত্র ব্যবহার করবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬

 

 

ট্যাগ