সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৫:২৩ Asia/Dhaka
  • মরক্কোয় ভূমিকম্প মৃতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে

মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮০০ ছাড়িয়ে গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে, এই সংখ্যা ২৮৬২। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছে ২৫৬২ জন।

গত শুক্রবার মরক্কোর হাই আটলাস পার্বত্যাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মরক্কোর ইতিহাসে গত ছয় দশকের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত। ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল মারাকেশ শহরের ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। 

স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর কোনো কোনো এলাকায় ভূমিধস হয়েছে এবং কাদার ভিতরে বহু ঘর বাড়ি মিশে গেছে। এ কারণে ওইসব এলাকা থেকে এখন জীবিত মানুষ উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে।  এরপরও গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, দুর্গম একটি গ্রামে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের আশায় কুকুর নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ