কিয়েভের প্রতি তেহরান:
ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে- প্রমাণ দেখানোর আহ্বান প্রেসিডেন্ট রায়িসির
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: যুদ্ধের সময় ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে-এই মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নি ইউক্রেন।
ইরানের প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। তিনি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও কথা বলেন। জনাব রায়িসি সুস্পষ্টভাবে বলেন তাঁর দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে এসেছে।
তিনি বলেন: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে। রাশিয়ার সঙ্গেও বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্কও রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সাথে তিনি বলেছেন। তাদেরকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে-এই মর্মে কিয়েভের কাছে কোনো প্রমাণ থাকলে তারা যেন দেখায়। তারা ওমানে এসেছিলো কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণপঞ্জি উপস্থাপন করতে পারে নি।
আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা কয়েক মাস ধরে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সময় ইরান-বিরোধী ভিত্তিহীন দাবি তুলে আসছে। তেহরান সুস্পষ্টভাবে পশ্চিমাদের সেসব মিথ্যা দাবি যথারীতি প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।