রাশিয়াকে জড়িয়ে চীনকে আক্রমণ করলেন বেয়ারবক
শি’কে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী; বেইজিংয়ে রাষ্ট্রদূত তলব
জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলায় বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ফ্লোরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (সোমবার) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেয়ারবক গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টকে ‘ডিক্টেটর’ হিসেবে অভিহিত করেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্য যদি রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে পরাজিত হতে দেয় তাহলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো স্বৈরশাসকরা উৎসাহিত হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ সম্পর্কে বলেছেন, বেয়ারবকের মন্তব্যে বেইজিং ‘চরম অসন্তুষ্ট’ হয়েছে। মাও বলেন, বেয়ারবকের ‘অযৌক্তিক’ মন্তব্য চীনের রাজনৈতিক মর্যাদা লঙ্ঘন করে এবং এটি ‘প্রকাশ্য রাজনৈতিক উস্কানি’র সমতুল্য।
শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলার ক্ষেত্রে বেয়ারবক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করেন, যিনি গত জুন মাসে চীনা নেতা সম্পর্কে একই ভাষা প্রয়োগ করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিংয়ে শি’র সঙ্গে সাক্ষাৎ করার পরপরই বাইডেন ওই বক্তব্য দিয়েছিলেন। সে সময় মার্কিন কর্মকর্তারা তাদের চীনা প্রতিপক্ষকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, বাইডেনের এ বক্তব্য মার্কিন নীতিতে পরিবর্তন আসার ইঙ্গিত বহন করে না।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/১৯