চীনের অস্বাভাবিক সামরিক তৎপরতায় উদ্বিগ্ন তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i128440-চীনের_অস্বাভাবিক_সামরিক_তৎপরতায়_উদ্বিগ্ন_তাইওয়ান
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিয়ো চেঙ বলেছেন, তাইওয়ান দ্বীপের আকাশ ও পানিসীমার চারপাশ জুড়ে চীনের সামরিক তৎপরতা অনেক বেশি বেড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৪:৫৭ Asia/Dhaka
  • চীনের অস্বাভাবিক সামরিক তৎপরতায় উদ্বিগ্ন তাইওয়ান

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিয়ো চেঙ বলেছেন, তাইওয়ান দ্বীপের আকাশ ও পানিসীমার চারপাশ জুড়ে চীনের সামরিক তৎপরতা অনেক বেশি বেড়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন তাইওয়ানের আকাশ সীমায় কয়েক ডজন জঙ্গিবিমান ও বোমারু বিমানের ফ্লাইট পরিচালনা করেছে বলে অভিযোগ করার পর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী একথা বললেন।
সাংবাদিকদের ব্রিফ করার সময় চিউ কিয়ো বলেন, “চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ’র সামরিক অভিযান বেড়েছে এবং তারা স্থল, সমুদ্র এবং আকাশ পথে পুরো সেপ্টেম্বরজুড়ে মহড়া চালিয়েছে। শত্রুদের এই সাম্প্রতিক তৎপরতা সম্পূর্ণভাবে অস্বাভাবিক।”
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের দশটি সামরিক বিমান এবং পাঁচটি জাহাজ তাইওয়ানের আশপাশে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে চীনের দুটি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সশস্ত্র বাহিনীকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং বিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে প্রয়োজনীয় জবাব দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩