উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের আহ্বান
হল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা জানালো ওআইসি
হল্যান্ডে নতুন করে পবিত্র কুরআন অবমাননার যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। মুসলিম বিশ্বের এই সংস্থাটি এ ধরনের উসকানিমূলক ও ইসলামভীতি ছড়ানোর কাজ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে ডাচ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল (রোববার) ওআইসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানানো হয়। এর একদিন আগে হল্যান্ডের উগ্রপন্থী এডউইন ওয়াগেন্সভেল্ড নামে এক রাজনৈতিক নেতা পবিত্র কুরআনের একটি কপির কয়েকটি পৃষ্ঠা ছিড়ে ফেলে। ওআইসির সদস্যভুক্ত কয়েকটি দেশের দূতাবাসের সামনে তিনি এই জঘন্য অপরাধ করেন।
এর প্রতিবাদে ওআইসি বলেছে, পবিত্র কুরআন এবং অন্য পবিত্র ধর্মগ্রন্থ, ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় প্রতীকের যে অবমাননা করা হচ্ছে তার নিন্দা জানাই এই সংস্থা। বাক-স্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও কনভেনশনের পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পবিত্র কুরআন পোড়ানো কিংবা কুরআনের কপি ছিঁড়ে ফেলার মতো উসকানিমূলক কাজের মধ্যদিয়ে সমাজে ধর্মীয় বিদ্বেষ এবং আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন করা হচ্ছে তা বন্ধ করতে হল্যান্ড সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ওআইসি।
পার্সটুডে/এসআইবি/২৫