রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া
ক্রিমিয়ায় হামলা চালাতে গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকা ও ব্রিটেন: মস্কো
ইউক্রেন গত শুক্রবার ক্রিমিয়া প্রজাতন্ত্রের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আমেরিকা ও ব্রিটেন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে মস্কো।
ওই হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ অন্তত ৩৫ রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে কিয়েভ যদিও নিহতের এ সংখ্যা নিয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর সর্বশেষ অভিযোগ থেকে বোঝা যায়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “সন্দেহ নেই যে পশ্চিমা গোয়েন্দা প্রযুক্তি, ন্যাটোর স্যাটেলাইট সরঞ্জাম ও গুপ্তচর বিমান ব্যবহার করে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং মার্কিন ও ব্রিটিশ বিশেষ সার্ভিসের নির্দেশ ও ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ইউক্রেনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার মধ্যে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ভূপাতিত করে।
একাধিক ব্রিটিশ গণমাধ্যম এ তথ্য ফাঁস করে দিয়েছে যে, ওই হামলায় ইউক্রেন ব্রিটেনের সরবরাহ করা ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এ কারণে রুশ নৌ সদরদপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জাখারোভা বলেন, ইউক্রেন ন্যাটোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও শেল ব্যবহার করে রাশিয়ার ভূমিতে ওই হামলা চালিয়েছে। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা থেকে দৃষ্টি অন্যদিকে সরাতেই সেভাস্তোপোলে হামলা চালিয়েছে। রাশিয়ার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাও এ হামলার অন্যতম লক্ষ্য বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।