মিশরের প্রতি কৃতজ্ঞ মস্কো
যে কারণে কায়রো সফরে গেলেন রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা
সম্মিলিত পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়ায় মিশরকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। রুশ জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান নিকোলাই প্যাত্রুশেভ কায়রো সফরে গিয়ে এ ধন্যবাদ জানিয়েছেন।
দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে সাক্ষাৎ করতে প্যাত্রুশেভ বর্তমানে কায়রোয় অবস্থান করছেন।
গতকাল রাশিয়ার এই সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মিশরীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বলেন, ইউক্রেন সংকটে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করায় এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ করতে রাজি না হওয়ায় কায়রোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে মস্কো। তিনি বলেন, আমরা একথা উপলব্ধি করছি যে, মিশরকে এক্ষেত্রে আমেরিকা ও ইউরোপীয়দের কঠোর সম্মিলিত চাপ উপেক্ষা করতে হয়েছে।
ইউক্রেন সংকটে মধ্যস্থতা করার জন্য মিশরসহ আফ্রিকার অন্যান্য দেশ যে আগ্রহ দেখিয়েছে তাকে স্বাগত জানান রাশিয়ার এই সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তবে তিনি বলেন, এই মুহূর্তে এই সংঘাত নিরসনে কারো পক্ষ থেকে কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না।
রাশিয়া সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট নিরসনের আহ্বান জানিয়ে আসলেও কিয়েভ সাফ জানিয়ে দিয়েছে, তারা মস্কোর সঙ্গে আলোচনা করবে না। বেশ কয়েকজন পশ্চিমা নেতা এ পর্যন্ত বিভিন্নভাবে বলেছেন যে, আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রে কিয়েভের বিজয়ের মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান হতে পারে। #
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।