মার্কিন শাটডাউনের আশঙ্কায় অচলাবস্থার মুখে ইউক্রেনের এফ-১৬ প্রশিক্ষণ
https://parstoday.ir/bn/news/world-i128736-মার্কিন_শাটডাউনের_আশঙ্কায়_অচলাবস্থার_মুখে_ইউক্রেনের_এফ_১৬_প্রশিক্ষণ
মার্কিন সরকার বলেছে, তারা আগামী মাসেই ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • এফ-১৬ যুদ্ধবিমান
    এফ-১৬ যুদ্ধবিমান

মার্কিন সরকার বলেছে, তারা আগামী মাসেই ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে।

মার্কিন কংগ্রেসে দিদ্বলীয় বিবাদের মুখে সরকারের সামনে শাটডাউন অত্যাসন্ন হয়ে পড়ায় ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গিবিমানের প্রশিক্ষণ অচলাবস্থার মুখে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

মার্কিন সরকার তহবিলের অভাবে শাটডাউনের মুখে পড়লে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ দেয়া কঠিন হয়ে পড়বে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, শাটডাউন হলে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ ধীর হয়ে যেতে পারে। পেন্টাগনের নারী মুখপাত্র সাবরিনা সিং গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে স্বীকার করেন, সরকার শাটডাউনের মুখে পড়লে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচিতে অবশ্যই তার প্রভাব পড়বে।

পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি তখন শক্ত চাপের মুখে পড়বে।সাবরিনা সিং বলেন, যদি বেসামরিক কর্মীদেরকে শাটডাউনের সময় ঘরে পাঠানো হয় তাহলে পোশাকধারী পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচিও বাধার মুখে পড়বে, তাদের বেলায়ও একই কাজ করা হবে।মার্কিন সরকারের হাতে এখন পর্যন্ত যে তহবিল আছে তাতে স্থানীয় সময় আগামী রোববার রাত বারোটা এক মিনিট পর্যন্ত চলবে।

এই সময়ের মধ্যে মার্কিন আইন প্রণেতারা সরকারের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ না দিলে বাইডেন প্রশাসন অচলাবস্থার মুখে পড়বে। ফলে প্রশিক্ষণ কর্মসূচির ওপর অবশ্যই প্রভাব পড়তে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।