১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কার করবে পাকিস্তান
(last modified Thu, 05 Oct 2023 07:59:07 GMT )
অক্টোবর ০৫, ২০২৩ ১৩:৫৯ Asia/Dhaka
  • ১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কার করবে পাকিস্তান

পাকিস্তানে আশ্রয় নেয়া ১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ সরকার। আগামী এক মাসের মধ্যে এসব শরণার্থীকে পাকিস্তান ছেড়ে যেতে হবে, অন্যথায় তাদেরকে দেশ থেকে জোর করে বহিষ্কার করা হবে।

চলতি বছর পাকিস্তানের ভেতরে বহু সংখ্যক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান দাবি করছে- এর প্রায় সব হামলাই আফগান নাগরিকরা চালিয়েছে। এরপর পাকিস্তানের পক্ষ থেকে আফগান শরণার্থীদেরকে বহিষ্কারের ঘোষণা দেয়া হলো।
পাকিস্তান সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যে আফগানিস্তানের সমস্ত নাগরিককে দেশে ফিরে যেতে হবে। এ ঘোষণায় চরম বিপদে পড়েছে বহু সংখ্যক আফগান নাগরিক।
তারা যে সমস্ত সমস্যার মুখে পড়বে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে তালেবান শাসন। অনেকেই আশঙ্কা করছেন তালেবানের শাসনাধীনে থাকা আফগানিস্তান তাদের মাতৃভূমি হলেও খুব একটা সুখের হবে না। এছাড়া, আফগানিস্তানের অর্থনৈতিক সংকট তো আছেই।
পাকিস্তানে যে বিপুলসংখ্যক আফগান শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে তার প্রায় অর্ধেকই খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এই প্রদেশে ৪৩টি শরণার্থী শিবিরে প্রায় ৭ লাখ আফগান উদ্বাস্তু বসবাস করেন।
আফগান শরণার্থী বিষয়ক পাকিস্তান সরকারের কমিশন অফিস থেকে জানানো হয়েছে, ২০২১ সালে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে তখন প্রায় ১৫ লাখ শরণার্থী পাকিস্তানের প্রবেশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।