আমেরিকায় তিন দিনের ধর্মঘট শুরু করেছে ৭৫ হাজার স্বাস্থ্যকর্মী
https://parstoday.ir/bn/news/world-i128958
আমেরিকার স্বাস্থ্য খাতের ৭৫ হাজার কর্মী তিন দিনের ধর্মঘট শুরু করেছে। গতকাল (বুধবার) থেকে এই বিশাল আকারের ধর্মঘট শুরু হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৫, ২০২৩ ১৪:০৫ Asia/Dhaka
  • আমেরিকায় তিন দিনের ধর্মঘট শুরু করেছে ৭৫ হাজার স্বাস্থ্যকর্মী

আমেরিকার স্বাস্থ্য খাতের ৭৫ হাজার কর্মী তিন দিনের ধর্মঘট শুরু করেছে। গতকাল (বুধবার) থেকে এই বিশাল আকারের ধর্মঘট শুরু হয়।

বলা হচ্ছে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এত বড় ধর্মঘট আর হয় নি। আমেরিকার সাম্প্রতিক ভয়াবহ মূল্যস্ফীতির মধ্যে দৈনন্দিন আয় কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য খাতের কর্মীরা ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটে অংশ নিচ্ছে মূলত বেসরকারি একটি সংস্থার স্বাস্থ্যকর্মীরা।
এর আগে মূল্যস্ফীতির প্রতিবাদে হলিউডের শিল্পী ও কলা কুশলীরাসহ ডিট্রয়েটের গাড়ি নির্মাণ শিল্পের কর্মীরা পর্যন্ত ধর্মঘট করেছে।
লস অ্যাঞ্জেলেসের ধর্মঘট পালনকারীরা বলেছে, তাদেরকে কাজ বেশি করতে হয় অথচ রোজগার কম। একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছে, করোনা মহামারীতে তারা অনেক কিছু হারিয়েছে কিন্তু এ পর্যন্ত তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। ওই কর্মী বলছে, তারা এখন খাদের কিনারায় পৌঁছেছে।#
পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।