অক্টোবর ০৫, ২০২৩ ১৪:৪০ Asia/Dhaka
  • ককেশাস অঞ্চলের শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহত্তর সহযোগিতা প্রতিষ্ঠা জরুরি: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ককেশাস অঞ্চলের শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় রচনা করা উচিত।

তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি খালাফ খালাফোভবের সঙ্গে গতকাল (বুধবার) এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গোলযোগপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ওই অঞ্চলে উত্তেজনা ও হুমকির ভাষার পরিবর্তে শান্তির ভাষা প্রবর্তিত হওয়া উচিত।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত জুলাই মাসে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের বিষয়বস্তু উল্লেখ করে বলেন, ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বাকুর সঙ্গে সর্বাত্মক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল ইরান।
ইরানের সাথে সাম্প্রতিক দিনগুলোতে আজারবাইজানের সম্পর্কের ইতিবাচক উন্নয়নের কথা তুলে ধরে খালাফ খালাফোভব বলেন, বিভিন্ন খাতে দু'দেশের সহযোগিতা জোরদার করার জন্য সম্পর্কের নতুন অধ্যায় রচনা করা উচিত
এ সময় তিনি নাগরনো-কারাবাখ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে বলেন, সেখানকার জাতিগত আর্মেনীয় জনগণের অধিকার রক্ষা করবে আজারবাইজান।#
পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ