নাইজারে ফরাসি সামরিক ঘাঁটি শিগগিরই গুটিয়ে যাবে: সামরিক পরিষদ
-
ফরাসি সেনা
নাইজারের সামরিক পরিষদ এক বিবৃতিতে বলেছে, নাইজারের রাজধানী নিয়ামি-তে অবস্থিত সর্ববৃহৎ ফরাসি সামরিক ঘাঁটি আগামী কয়েক মাসের মধ্যেই গুটিয়ে ফেলা হবে।
আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহেই রাজধানীতে অবস্থিত সর্ববৃহৎ ফরাসি ঘাঁটি থেকে চারশো' ফরাসি সেনা দেশে ফিরে যাবে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ফরাসি সেনাদেরকে চলতি ২০২৩ সাল শেষ হওয়ার আগেই নাইজার থেকে সরিয়ে আনা হবে।
নাইজারের সামরিক পরিষদ বলেছে, যেভাবে সমঝোতা হয়েছে ঠিক সেভাবেই সেনা প্রত্যাহার সম্পন্ন করতে হবে।
নাইজারের সামরিক পরিষদের চাপের মুখে সেখান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন ম্যাকরন। একই সঙ্গে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
নাইজারের সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকেই ফ্রান্সের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন বেড়ে যায়। ফ্রান্স সেখানে এখন জাতীয় শত্রু হিসেবে গণ্য হচ্ছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।