আফ্রিকার কোন কোন দেশ থেকে ফরাসি সেনাদের বহিষ্কার করা হয়েছে?
(last modified Thu, 02 Jan 2025 10:57:58 GMT )
জানুয়ারি ০২, ২০২৫ ১৬:৫৭ Asia/Dhaka
  • আফ্রিকার কোন কোন দেশ থেকে ফরাসি সেনাদের বহিষ্কার করা হয়েছে?
    আফ্রিকার কোন কোন দেশ থেকে ফরাসি সেনাদের বহিষ্কার করা হয়েছে?

পার্সটুডে-মালি, নাইজার, বুরকিনা ফাসো, চাদ ও সেনেগালের পর আইভরি কোস্টও ফরাসি সেনাদের বহিষ্কারের দাবি জানিয়েছে।

পার্সটুডে আরও জানায় আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসসানে ওয়াত্তারা মঙ্গলবার রাতে দেশের জনগণকে সম্বোধন করে ২০২৪ সালের সর্বশেষ ভাষণ দেন। ওই ভাষণে তিনি বলেন: ফরাসি বাহিনীর কেন্দ্রিয় দফতর আবিদজানের 'পোর্ট বোয়ে' বন্দরে ৪৩ তম বিমা (BIMA) মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে ২০২৫ সালের জানুয়ারিতে আইভরি কোস্ট সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

আইভরি কোস্টে বর্তমানে ফ্রান্সের ৬০০ সেনা রয়েছে। সাবেক ফরাসি ঔপনিবেশিক দেশগুলিতে ফরাসি বিরোধী মনোভাব তীব্রতর হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দেশটির সরকার গত নভেম্বরে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী আইভরি কোস্টে ফরাসি সেনাসংখ্যা এখন ২২০০ থেকে ৬০০তে হ্রাস পেয়েছে। এখন সেই সেনাদেরকেও আইভরি কোস্ট ছাড়তে হবে।

ফরাসি সরকার ভেবেছিল যে তাদের সেনাসংখ্যা হ্রাস করে এখনও তারা আফ্রিকায় তাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারবে। কিন্তু ফ্রান্সের ওই কৌশলও ব্যর্থ হচ্ছে।

ফ্রান্সকে এখন আফ্রিকার শতকরা ৭০ ভাগেরও বেশি দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। যেসব দেশে তাদের সামরিক উপস্থিতি ছিল। ইউরোপীয় এই বৃহৎ উপনিবেশবাদীদের এখন মাত্র দেড় হাজার সেনা রয়েছে জিবুতিতে আর সাড়ে ৩ শ সৈন্য রয়েছে গ্যাবনে। এই অঞ্চলগুলোতেও ফরাসি বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

মালি, নাইজার এবং বুরকিনা ফাসোর রাষ্ট্রপ্রধানরা ফরাসি সেনাদের বহিষ্কারের পর রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার দেশগুলো প্যারিসের শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন ভাবমূর্তি অর্জন করতে শুরু করেছে।

আফ্রিকার দেশগুলিতে ভ্রমণের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বারবার এ কথার ওপর জোর দিয়েছিলেন যে প্যারিস আপনাদের শত্রু নয়। আফ্রিকার সাবেক উপনিবেশগুলোতে ফ্রান্সের ভাবমূর্তি পুনরুদ্ধার করার চিন্তা করতে দেরি করে ফেলেছে।

তরুণ আফ্রিকানদের মধ্যে ফ্রান্সের প্রতি যে ঘৃণা জন্ম নিয়েছে তাদের মাঝে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার কথা ভাবছে ফ্রান্স।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।