অক্টোবর ০৭, ২০২৩ ১৯:১৯ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আগেভাগে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আগেভাগে ও আকস্মিকভাবে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। গত দেড় বছরে উত্তর কোরিয়া একের পর এক ক্রুজ এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর আমেরিকা এ ধরনের পরিকল্পনা করছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি ঠেকানোর জন্য আমেরিকা বিভিন্নভাবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি ঠেকানো সম্ভব হয়নি।
গত বুধবার কোরীয় উপদ্বীপের একজন বিশেষজ্ঞ আমেরিকার কয়েকজন সিনেটরকে বলেছেন, ওয়াশিংটনের এখন উচিত উত্তর কোরিয়ার উপর আগেভাগে হামলা চালানো।
কোরীয় উপদ্বীপের ওই বিশেষজ্ঞ বলেন, ওয়াশিংটনের বলা উচিত যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যদি জাপানের আকাশ সীমায় কিংবা দক্ষিণ কোরিয়ায় অথবা হাওয়ায় দ্বীপের দিকে কিংবা আমেরিকার পশ্চিম উপকূল অথবা আমেরিকার মূল ভূখণ্ডের দিকে ছুটে যায় তাহলে সেগুলোকে ভূপাতিত করার অধিকার রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র মাঝপথে ভূপতিত করা যেতে পারে অথবা উত্তর কোরিয়ার উপর হামলা চালানো যেতে পারে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। এর অংশ হিসেবে একের পর এক দুই দেশ কোরীয় উপদ্বীপ এলাকায় একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে। জবাবে উত্তর কোরিয়া গত দেড় বছরে বহুবার ক্রুজ ক্ষেপণাস্ত্র  এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগেভাগে হামলার হুমকি উত্তর কোরিয়াকে পিছু হঠাতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ