গাজায় মানবিক বিপর্যয়:
ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে মুসলিম নয় মানুষ হতে হবে: বিশ্ব ফুটবল তারকারা
ফিলিস্তিনীদের প্রতি বিশ্ব ফুটবল তারকদের সমর্থন ও সহায়তা অব্যাহত রয়েছে। ইংল্যান্ডের লিভারপুল ফুটবল দলের তারকা একটি ভিডিও প্রকাশ করে গাজায় নিরীহ মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।
মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইংলিশ লিভারপুল ফুটবল দলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ আজ (বৃহস্পতিবার) একটি ভিডিও প্রকাশ করে বলেছেন: গাজার জনগণ খুবই শোচনীয় পরিস্থিতিতে রয়েছে। তিনি বলেন: গাজার হাসপাতালে আমরা ভয়ানক দৃশ্য দেখছি। সেখানকার জনগণের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি এবং ওষুধ প্রয়োজন। মুসলিম এই ফুটবলার বলেন: গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সেখানকার পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে পড়েছে। অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছাতে হবে গাজায়। গাজাবাসী মানুষের অবস্থা দুর্বিসহ। বিশ্বের এই ফুটবল তারকা আরও নিরীহ মানুষ হত্যা প্রতিরোধে বিশ্বের নেতাদের একত্রিত হবার আহ্বান জানিয়ে বলেন: মানবতার জয় হতেই হবে।
এর আগেও ইউরোপীয় ফুটবল ইউনিয়ন ইউইএফএর সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ ফিলিস্তিনি পতাকার একটি ছবি প্রকাশ করে লিখেছে: প্রিয় ফিলিস্তিনি ভাইয়েরা, আমাদের হৃদয় তোমাদের সাথে রয়েছে এবং আমরা তোমাদের বিজয়ের জন্য প্রার্থনা করি।
হামাসের প্রতিরোধ যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযানে ইহুদিবাদী ইসরাইল তাদের সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা পরাজয়ের প্রতিক্রিয়া হিসাবে গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তাদের নৃশংস হামলায় গাজার আবাসিক অবকাঠামো, হাসপাতালসহ নিরীহ মানুষের জীবনযাত্রায় বিপর্যয় নেমে এসেছে।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।