ইসরাইল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার গুজব
ইহুদি শরণার্থীদের খোঁজে দাগেস্তান বিমানবন্দরে জনতার হামলা; দাঙ্গা পুলিশ মোতায়েন
ইসরাইল থেকে ‘ইহুদি শরণার্থীরা’ প্রাণভয়ে রাশিয়ায় ফিরে যাচ্ছে- সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান বিমানবন্দরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। গতকাল (রোববার) মুসলিম-অধ্যুষিত দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী মাখাচাকলা বিমানবন্দরে হানা দিয়ে বিক্ষুব্ধ জনতা ‘ইহুদি শরণার্থী’ খুঁজতে থাকে।
তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে যায়, এমনকি অনেকে বিমানবন্দরের রানওয়েতেও ঢুকে পড়তে সক্ষম হয়। এ সময় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং তারা পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ-জনতা সংঘর্ষে মাখাচাকলা বিমানবন্দরের কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধ দাগেস্তানবাসী বিমানবন্দরের টার্মিনালে যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদ করে একথা জানার চেষ্টা করছে সে ইসরাইল থেকে আসা ইহুদি কিনা। এমনকি কিছু মানুষ রানওয়েতে সদ্য অবরতণ করা বিমানে ঢুকে পড়ারও চেষ্টা করছে।
এর আগে সামাজিক মাধ্যমের কিছু পোস্টের সূত্র ধরে দাগেস্তানে এই গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা থেকে রক্ষা পেতে ইহুদি শরণার্থীতে বোঝাই একটি বিমান মাখাচাকলা বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছে।
এর একদিন আগে দাগেস্তানের খাসিভুর্ত শহরের একটি হোটেলে হানা দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেদিনও এই গুজব ছড়িয়ে পড়েছিল যে, হোটেলটিতে ‘ইহুদি শরণার্থীরা’ অবস্থান করছে। কিন্তু জনতা সেখানে কোনো ইহুদিকে খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত সে ঘটনা শান্তিপূর্ণভাবে শেষ হয়।
রোববার মাখাচাকলা বিমানবন্দরে হামলা হওয়ার আগে দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী সের্গেই মেলিকভ ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দাগেস্তান বা ইসলামের সঙ্গে সম্পর্ক নেই রাশিয়ার এমন কিছু শত্রু এ ধরনের গুজব ছড়িয়ে দেয়ার পেছনে সক্রিয় রয়েছে।
রাশিয়ার নিউজ চ্যানেল আরটি জানিয়েছে, ইহুদি শরণার্থী সংক্রান্ত এসব গুজব টেলিগ্রাম চ্যানেল উট্রো দাগেস্তান (দাগেস্তান মর্নিং) থেকে ছড়ানো হয় বলে মনে করা হচ্ছে। ওই চ্যানেলটি রাশিয়ায় অশান্তি ছড়ানোর জন্য ইউক্রেন থেকে পরিচালিত হয়।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কাজ থেকে বিরত থাকতে দাগেস্তানবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় এরইমধ্যে মাখাচাকলা বিমানবন্দরের ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে আরটি জানিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০