‘আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান হবে’
https://parstoday.ir/bn/news/world-i132092-আগামী_কয়েক_মাসের_মধ্যে_ইউক্রেন_যুদ্ধের_অবসান_হবে’
ইউক্রেনের চলমান যুদ্ধ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি গতকাল (বুধবার) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বলেছেন, আগামী বসন্তে অথবা গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের যুদ্ধ করার সমস্ত রসদ ফুরিয়ে যাবে এবং তারা এই যুদ্ধে পরাজিত হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka
  • ‘আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান হবে’

ইউক্রেনের চলমান যুদ্ধ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি গতকাল (বুধবার) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বলেছেন, আগামী বসন্তে অথবা গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের যুদ্ধ করার সমস্ত রসদ ফুরিয়ে যাবে এবং তারা এই যুদ্ধে পরাজিত হবে। 

চলমান যুদ্ধে চেচনিয়ার সেনারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে এবং এই যুদ্ধের বিষয়ে কাদিরভ সবসময় নিবিড়ভাবে নজর রেখে চলেছেন। যুদ্ধের ক্ষেত্রের প্রতি মুহূর্তের ঘটনাবলী তিনি পর্যবেক্ষণ করেন।

তিনি মনে করেন, ইউক্রেনের সামরিক বাহিনীতে লোকবল, অস্ত্র ও অর্থের সংকট দেখা দেবে। এতে ইউক্রেনের সামরিক বাহিনী পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

চেচেন নেতা বলেন, “ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যেভাবে আগ্রাসন চালাচ্ছে সেভাবে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালাতো তাহলে তিন মাসের মধ্যে ইউক্রেনকে গুড়িয়ে দেয়া সম্ভব ছিল। কিন্তু প্রেসিডেন্ট পুতিন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন অবকাঠামো ও শহরগুলো যতটা সম্ভব অক্ষত রাখতে। অথবা কিয়েভ দখল করতে বলেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট তখন রাষ্ট্র হিসেবে ইউক্রেনেকে ধ্বংস করার বিষয়ে আগ্রহী ছিলেন না। আমরা কিয়েভ থেকে সাত কিলোমিটার দূরে ছিলাম।”#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।