ডিসেম্বর ২৪, ২০২৩ ১৪:০০ Asia/Dhaka
  •  লোহিত সাগরে টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি

ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি জাহাজকে নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি।

দেশ তিনটি সুস্পষ্টভাবে জানিয়েছে, তারা জাতিসংঘ, ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তবে এককভাবে আমেরিকার সাথে জোটবদ্ধ হতে চায় না। এই ঘটনাকে আমেরিকা জন্য বড় রকমের ধাক্কা বলে মনে করা হচ্ছে।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা লোহিত সাগর এবং আশপাশের এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার প্রচেষ্টাকে সমর্থন করে এবং এরইমধ্যে ওই অঞ্চলে কাজ করেছে। তবে, এখন থেকে জাহাজগুলো ফরাসি কমান্ডের অধীনে থাকবে তবে আরো নৌ সেনা মোতায়েন করবে কিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি।

এদিকে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, তারা ইতালির জাহাজ মালিকদের সুর্দিষ্ট অনুরোধে সাড়া দিয়ে শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য নৌবাহিনীর ফ্রিগেট ভার্জিনিও ফাসানকে লোহিত সাগরে পাঠাবে। ইতালি বলেছে, তারা লোহিত সাগরে সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের অংশ ছিল না।

অন্যদিকে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে, তারা শুধুমাত্র ন্যাটো নেতৃত্বাধীন অথবা ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কোন অভিযানে অংশ নেবে। তারা কোনভাবে লোহিত সাগরে একতরফা কার্যক্রমে অংশ নেবে না।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছিল, ২০টিরও বেশি দেশ মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দিতে রাজি হয়েছে। প্রথম পর্যায়ে এই টাস্ক ফোর্স যে কার্যক্রম শুরু করেছিল তাতে আমেরিকার পাশাপাশি ফ্রান্স, ইতালি এবং স্পেন অংশ নেয়।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ