সন্ত্রাসবিরোধী লড়াই চলবে: ইরান-রাশিয়ার যৌথ ঘোষণা
(last modified Wed, 24 Jan 2024 14:42:46 GMT )
জানুয়ারি ২৪, ২০২৪ ২০:৪২ Asia/Dhaka
  • সন্ত্রাসবিরোধী লড়াই চলবে: ইরান-রাশিয়ার যৌথ ঘোষণা

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে দুই দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

গত ৩ জানুয়ারি ইরানের কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যাতে ৯৫ জন ইরানি নাগরিক শহীদ হন। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলায় পাত্রুশেভ। একই সঙ্গে তিনি ইরান সরকার ও দেশের জনগণের প্রতি গভীর সান্তনা এবং সমবেদনা জানান।

বৈঠকের রাশিয়ার জাতীয় নিরাপদ উপদেষ্টা জানান, তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। তিনি বলেন, এই চুক্তি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার বিষয়ে দিক নির্দেশনা পরিষ্কার করবে।

বৈঠকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবও তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।