ইউরোপীয় ইউনিয়নের ১০ শতাংশ মানুষ মনে করে কিয়েভ জিতবে
https://parstoday.ir/bn/news/world-i134776-ইউরোপীয়_ইউনিয়নের_১০_শতাংশ_মানুষ_মনে_করে_কিয়েভ_জিতবে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শতকরা ১০ ভাগ মানুষ মনে করে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে। গতকাল (বুধবার) প্রকাশিত এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্স বা ইসিএফআর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৩:৫৯ Asia/Dhaka
  • জেলেনস্কি
    জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শতকরা ১০ ভাগ মানুষ মনে করে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে। গতকাল (বুধবার) প্রকাশিত এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্স বা ইসিএফআর।

জরিপে অংশ নেয়া শতকরা ২০ ভাগ মানুষ মনে করে, এই যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। অন্যদিকে শতকরা ৩৭ ভাগ মানুষ মনে করে কোনো না কোনোভাবে আপস-মীমাংসা হবে।

ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশের জনগণের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে পোল্যান্ড এবং পর্তুগালের অংশগ্রহণকারীরা ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা বেশি বলে মনে করে। তবে প্রত্যেকটি দেশের অংশগ্রহণকারীদের বেশিরভাগ যে ইঙ্গিত দিয়েছে তাতে আপোস-মীমাংসার মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হবে বলে মতামত এসেছে।

পর্তুগাল এবং পোল্যান্ডের অংশগ্রহণকারীদের শতকরা ৩৫ এবং শতকরা ৩৭ ভাগ মনে করে- এই যুদ্ধ মীমাংসার মধ্য দিয়ে শেষ হবে। তবে এ দুই দেশের শতকরা ১৭ ভাগ মানুষ মনে করে ইউক্রেন বিজয়ী হবে। অন্যদিকে, পর্তুগালের শতকরা ১১ ভাগ এবং পোল্যান্ডের শতকরা ১৪ ভাগ মানুষ মনে করে এই যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে।

এদিকে, হাঙ্গেরির যেসব ব্যক্তি জনমত জরিপে অংশ নিয়েছে তাদের শতকরা পাঁচ ভাগ মনে করে পশ্চিমা সমর্থিত ইউক্রেনের সেনারা জিততে পারবে; তবে শতকরা ৩১ ভাগ মানুষ মনে করে রাশিয়া জিতবে। জরিপে অংশ নেয়া শকতরা ৪১ ভাগ মানুষ চলমান যুদ্ধ মীমাংসার জন্য আলোচনার পরামর্শ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।