একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
(last modified Fri, 01 Jul 2016 14:18:48 GMT )
জুলাই ০১, ২০১৬ ২০:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । ১ জুলাই ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সংক্রান্ত খবর বেশি গুরুত্ব পেয়েছে।

• স্মরণিকায় জিয়া প্রথম রাষ্ট্রপতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি ভাঙল ছাত্রলীগ- প্রথম আলো

• ইতিহাস বিকৃতি: ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি-ভোরের কাগজ

• ঝিনাইদহে আবারো হিন্দু সেবায়েত হত্যা- ইত্তেফাক

• সেবায়েত হত্যাকাণ্ডে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: কালেরকণ্ঠ

• ঝালকাঠিতে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা: এনটিভি অনলাইন

• ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই শিবির কর্মী নিহত- দৈনিক ইনকিলাব

• বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়াতে হত্যার হুমকি দেয়া হচ্ছে- নাসিম:আমাদের সময়

• গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে সরকার : ফখরুল-নয়াদিগন্ত

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশের দৈনিকগুলোর সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি ভাঙল ছাত্রলীগ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় রেজাউর রহমান তাঁর লেখায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার পর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে অব্যাহতি দিল।

জিয়াকে 'প্রথম রাষ্ট্রপতি' লেখার কারণে দুপুরে রেজাউর রহমানের কক্ষে তালা দেন ছাত্রলীগের কর্মীরা। দুপুরের পর বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন। একপর্যায়ে উপাচার্য গাড়ি নিয়ে বাসভবনে ঢুকতে গেলে ছাত্রলীগের কর্মীরা গাড়ির কাচ ভাঙচুর করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে বিকেল সাড়ে চারটার দিকে রেজাউর রহমানকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবরটি প্রথম আলোসহ সবগুলো দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই শিবির কর্মী নিহত

দৈনিক ইনকিলাব লিখেছে, ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ আল মাহমুদ (২৭) ও আনিসুর রহমান (২৯) নামে দুই শিবির কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। শহীদ আল মাহমুদ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলীর ছেলে। তাকে গত ১৩ জুন নিজ বাড়ি সদরের বদনপুর থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় বলে গত ১৮ জুন পরিবারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছিল। অন্যদিকে ঝিনাইদহ পলিটেকনিকের সাবেক ছাত্র আনিসুর রহমানের বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে। তাকেও গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় বলে সংগঠন ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

ঝিনাইদহে ছাত্র হত্যায় মেতে উঠেছে সরকার ও পুলিশ: শিবির

ঝিনাইদহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির কর্মী নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত এক বিবৃতিতে বলেন, তাদের দীর্ঘদিন আটক রেখে পুরোহিত হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের জন্য নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের পরও মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকার করায় তাদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।

ছাত্রশিবির বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষিত সদস্যরা বাংলাদেশের সাম্প্রদায়িক ঐক্যে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার রাজধানীর সবুজবাগ বৌদ্ধ বিহারে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সম্প্রতি বৌদ্ধ বিহারের গুরু সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সংহতি জানাতে মোহাম্মদ নাসিম ওই বিহারে যান।

ঝিনাইদহে আবারো হিন্দু সেবায়েত হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত গোসাই শ্যামানন্দ দাস বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঝিনাইদহ সদরের হিন্দু মন্দির শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার চাক্ষুস সাক্ষী রয়েছে। শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে সরকার : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার দেশকে অস্থিতিশীল করে তুলছে। গুপ্তহত্যা চালিয়ে বিভিন্ন ধরনের পট তৈরি করেছে। এ অবস্থা থেকে উত্তরণে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন জবাবে তিনি এসব কথা বলেন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৪,৪২৮ কোটি টাকা

সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বেড়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশিদের মোট ৪৪২৮ কোটি টাকারও বেশি (৫৫ কোটি ৮ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ) অর্থ দেশটির ব্যাংকগুলোতে গচ্ছিত রয়েছে। গত বছর এ অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ৬৮ কোটি। অর্থাৎ ২০১৪’র তুলনায় গত বছর বাংলাদেশি গচ্ছিত অর্থের পরিমাণ বেড়েছে ৩৬০ কোটি টাকারও বেশি। গতকাল সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।

পাঠক, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর দিকে নজর দিচ্ছি।

মন্ত্রীদের রিপোর্ট কার্ড দেখলেন মোদি, মন্ত্রিসভার রদবদলের প্রস্তুতি শুরু- দৈনিক বর্তমান

বিস্তারিত খবরে বলা হয়েছে, নানা ধরনের রদবদলের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৃহস্পতিবার দীর্ঘ সাত ঘণ্টার ম্যারাথন বৈঠক চলল মন্ত্রিসভার। রদবদল যে আসন্ন, সে বিষয়ে জল্পনা ভাসছে গত কয়েকদিন ধরেই। বৈঠক শুরুর আগে বুধবার রাতে মোদি আলাদাভাবে দীর্ঘ আলোচনা সেরে নেন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে। মন্ত্রিসভায় রদবদল যে হচ্ছেই, সে বিষয়ে নিশ্চয়তা মিলেছে। এই রদবদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদি ৭ জুলাইয়ের আগে।

 বারাক-৮ ক্ষেপণাস্ত্রর সফল উৎক্ষেপণের ‘হ্যাট্রিক:সংবাদ প্রতিদিন

খবরটিতে বলা হয়েছে, গত ৪৮ ঘন্টায় তিনবার বারাক-৮ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত৷ ভারত-ইজরায়েল যৌথ উদ্যোগে তৈরি এই এমআর-এসএএম ক্ষেপণাস্ত্র৷ ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র এটি৷ শুক্রবার ভারতের প্রতিরক্ষা দফতর সূত্রে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি শুক্রবার সকাল ১০.২৬ মিনিট নাগাদ ওড়িশা উপকূলের চাঁদিপুরের সেনাঘাঁটির লঞ্চপ্যাড ৩ থেকে পরীক্ষা করা হল৷ গতকাল, বৃহস্পতিবার সকাল ৮.১৬ ও দুপুর ২.৩০ মিনিট নাগাদ দু’বার বারাক-৮ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারত৷

মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত ৩০: আজকাল

বিস্তারিত খবরে বলা হয়েছে, আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। চামোলি ও পিথোরাগড় মিলিয়ে মৃতের সংখ্যা ৩০। নিখোঁজ প্রায় ২৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

 

ট্যাগ