গাজায় মানবতাবিরোধী অপরাধ
ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন: বাইডেনকে মার্কিন সিনেটরদের চিঠি
মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ না করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করছে।
সোমবার স্বতন্ত্র সিনেটার বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক দলের সাত সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠান তাতে তারা সুস্পষ্ট করে বলেছেন, জো বাইডেনের প্রশাসন এরইমধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে। মার্কিন আইনে বলা হয়েছে- যেসব দেশ মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেসব দেশকে আমেরিকা কোনো সামরিক সহায়তা দিতে পারবে না।
মার্কিন সিনেটররা আরো বলেছেন, আমেরিকা গাজায় পাঠানোর জন্য যে ত্রাণসামগ্রী দিয়েছে সেগুলোও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্নি স্যান্ডার্স বলেন, পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ করার অধিকার ইসরাইলের নেই।
চিঠি দেয়া সিনেটররা আরো বলেছেন, তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করুক। যে ইসরাইলি সরকার আমেরিকার মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে হস্তক্ষেপ করেছে তাদেরকে অস্ত্র দেয়ার কোনো প্রশ্ন নেই।
প্রেসিডেন্টকে চিঠি দেয়া সিনেটররা জানিয়েছেন, নেতানিয়াহুর এই হস্তক্ষেপ প্রকৃতপক্ষে আমেরিকার মানবিক সহায়তা সংক্রান্ত আইন ‘হিউম্যানিটেরিয়ান এইড করিডর অ্যাক্ট’ লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।